ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
১৯৮

করোনা আক্রান্ত লিওনেল মেসি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ২ জানুয়ারি ২০২২  

করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন ফটুবল তারকা লিওনেল মেসি। করোনাভাইরাস হানা দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই ক্যাম্পে। 
আর্জেন্টাইন ফরোয়ার্ডের করোনায় আক্রান্তের খবর ফরাসি লিগ ওয়ান ক্লাব রোববার প্রকাশ করেছে। তবে শুধু মেসি নন, আরো তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত।


ক্লাবটি জানায়, আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং  তাদের স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে হবে। পিএসজি এক বিবৃতিতে  জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত চার খেলোয়াড়রা হলেন লিওনেল মেসি, হুয়ান বার্নার্ট, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালা। তারা এখন আইসোলেশনে আছেন এবং উপযুক্ত স্বাস্থ্য প্রটোকল মেনে চলবেন।’

এদিকে সোমবার থেকে ফরাসি সরকার নতুন আইসোলেশন নিয়ম জারি করতে যাচ্ছে। যারা পজিটিভ হবেন, কিন্তু টিকা নেওয়া থাকবেন তারা ১০ দিনের পরিবর্তে সাত দিন আইসোলেশনে থাকবেন।


ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনায় ছুটি কাটানোর সময় মেসির শরীরে করোনা বাসা বাঁধে। গত ২২ ডিসেম্বর এফসি লরেন্তের বিপক্ষে ১-১ গোলে পিএসজির ড্রর ম্যাচ খেলে ছুটি কাটাতে দেশে যান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

করোনায় আক্রান্ত হওয়ায় ভেনেসের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচের পর ৯ জানুয়ারি লিওঁর বিপক্ষে লিগ ওয়ানেও মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর